ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গাজীপুরে গণতান্ত্রিক বাম মোর্চার সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, আগস্ট ২, ২০১৫
গাজীপুরে গণতান্ত্রিক বাম মোর্চার সমাবেশ

গাজীপুর: দেশের চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য নিত্য-নৈমিত্তিক দাবি-দাওয়া ভিত্তিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন গণতান্ত্রিক বাম মোর্চার নেতারা।

রোববার (২ আগস্ট) বিকেলে গাজীপুর শহরের ১৯ চত্বর মুক্তমঞ্চে গণতান্ত্রিক বাম মোর্চা গাজীপুর জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা এ আহ্বান জানান।



বাসদ (মার্কসবাদী) গাজীপুর জেলার সমন্বয়ক তরুণ কান্তি বর্মনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন গণতান্ত্রিক বাম মোর্চার কেন্দ্রীয় সমন্বয়ক কমরেড সাইফুল হক।

গণতান্ত্রিক বিপ্লবী পার্টির গাজীপুর জেলা শাখার দফতর সম্পাদক মোমিনুর রহমান মোমিনের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন- গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোশারেফা মিশু, বাসদের (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা কমরেড আ ক ম জহিরুল ইসলাম, গণসংহতি আন্দোলনের নেতা ফিরোজ আহমেদ, ইউনাইটেড কমিউনিস্ট লীগের নেতা আজিজুর রহমান, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন গাজীপুর জেলা শাখার সভাপতি মশিউর রহমান খোকন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, আগস্ট ২, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।