ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বান্দরবানে বিএনপির ত্রাণ বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৫
বান্দরবানে বিএনপির ত্রাণ বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বান্দরবান: বান্দরবানে বন্যা দুর্গতদের মধ্যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে।

সোমবার (০৩ আগস্ট) দুপুরে শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বান্দরবান পৌরসভা মেয়র মোহাম্মদ জাবেদ রেজা।



এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা জসিম উদ্দন তুষার, কৃষকদলের সভাপতি ইসলাম কোম্পানী, পৌর বিএনপির সহ সভাপতি আবু সালেহ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাসুদ চৌধুরী লিটন, চনুমং মারমা, যুবদলের সভাপতি আবু বক্কর, ছাত্রদলের সভাপতি সাবেকুর রহমান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আলী হায়দার বাবুল, শ্রমিক দলের সহ সভাপতি নূরুল ইসলাম, মহিলা দলের যুগ্ম আহ্বায়ক  আয়েশা বেগম প্রমুখ।

এ সময় বান্দরবান শহরের প্রায় ৫শ পরিবারের মধ্যে ত্রান বিতরণ করা হয়। এছাড়া আরও এক হাজার পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে বলে জানানো হয়েছে।

পৌর মেয়র মোহাম্মদ জাবেদ রেজা জানান, বান্দরবানসহ দেশের বিভিন্ন জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বিএনপির চেয়ারপারসন পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হচ্ছে।

সরকারি-বেসরকারি প্রশাসনের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এ কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।