ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

এম কে আনোয়ার-রিজভীসহ ৩১ নেতাকর্মীকে অব্যাহতি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৫
এম কে আনোয়ার-রিজভীসহ ৩১ নেতাকর্মীকে অব্যাহতি এমকে আনোয়ার ও রুহুল কবির রিজভী

ঢাকা: রাজধানীর রমনা থানায় নাশকতার এক মামলায় দায়ের করা চার্জশিট আমলে নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ৩১ নেতাকর্মীকে অব্যাহতি দিয়েছেন আদালত।

মঙ্গলবার (০৪ আগস্ট) দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল হক চার্জশিট আমলে নিয়ে এ অব্যাহতি দেন।



গত ১৯ মে বিএনপি নেতা এম কে  আনোয়ার ও রুহুল কবির রিজভীসহ ৩১ নেতাকর্মীকে নাশকতার ওই মামলা থেকে অব্যাহতির সুপারিশ ও সাতজনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছিলো রমনা থানা পুলিশ।

চলতি বছরের ১৭ জানুয়ারি শিল্পকলা একাডেমির সামনে নাশকতা ও ককটেল বিস্ফোরণের অভিযোগে এ মামলাটি দায়ের করা হয়েছিলো।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্ট, আগস্ট ০৪, ২০১৫
এমআই/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।