ঢাকা: কোনো বিকল্প ব্যবস্থা না করে সরাসরি মহাসড়কে তিনচাকার যান চলাচল বন্ধের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।
মঙ্গলবার (০৪ আগস্ট) বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক পার্টির পক্ষ থেকে এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।
তিনি বলেন, বিকল্প ব্যবস্থা ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে আকস্মিকভাবে মহাসড়কে তিনচাকার যান চলাচলে সরকারি নিষেধাজ্ঞার কারণে মহাসড়কে নৈরাজ্য দেখা দিয়েছে। এতে লাখ লাখ সাধারণ যাত্রীরা চূড়ান্ত ভোগান্তির মধ্যে পড়েছেন। যা দ্রুত সমাধান করার দাবি করেন তিনি।
একই সঙ্গে বিবৃতিতে তিনি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম অর্ধেকের কমে নেমে আসায় বাংলাদেশে তেলের দাম কমিয়ে আনার দাবি জানান।
তিনি বলেন, জ্বালানি তেলের মূল্য সমন্বয় না করে সরকার ও সরকারি প্রতিষ্ঠানসমূহ ভোক্তাদের পকেট থেকে এখন হাজার-হাজার কোটি টাকা বাড়তি মুনাফা করছে। এটা অন্যায় ও অযৌক্তিক।
তিনি অনতিবিলম্বে সরকারি স্বেচ্ছাচারিতা পরিহার করে জ্বালানি তেলের মূল্য কমিয়ে জনগণকে সামান্য হলেও স্বস্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৫
আইএ