ঢাকা: সুযোগ সন্ধানীদের দলে জায়গা না দিতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের পরামর্শ দিয়েছেন দলটির সভাপতিমন্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
তিনি বলেন, আমাদের সামনে কঠিন দিন আসছে।
বুধবার (০৫ আগস্ট) ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে শেখ কামালের ৬৬তম জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
নেতা-কর্মীদের সর্তক থাকার আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, মাঠে এখন প্রতিপক্ষ খুব দুর্বল। প্রতিপক্ষ দুর্বল হলে নিজেদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। প্রতিপক্ষকে দুর্বল মনে করে আমরা যদি নিজেদের মধ্যে যুদ্ধ শুরু করি তাহলে আমাদের সামনে বিপদ আসবে।
সবাইকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে নাসিম বলেন, শেখ হাসিনা যে যুদ্ধ শুরু করেছে। সেই যুদ্ধে শেখ হাসিনার পিছনে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। শেখ হাসিনার বিকল্প একমাত্র শেখ হাসিনাই মনে রাখতে হবে। আমরা এমন কোনো কাজ করবো না যাতে সরকারের দুর্নাম হয়, শেখ হাসিনার দুর্নাম হয়।
শেখ হাসিনার অধীনে ২০১৯ সালে নির্বাচন অনুষ্ঠিত হবে মন্তব্য করে নাসিম বলেন, কোন দ্বিধা-দ্বন্দ্ব নেই। সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে। আমরা চাই সেই নির্বাচনে বিএনপিসহ সব দল আসুক। প্রতিদ্বন্দ্বিতা করুক। আমরা শেখ হাসিনার অর্জন নিয়ে জনগণের কাছে যাব।
খালেদা জিয়া আগামীতে নির্বাচনে আসবে আশাবাদ ব্যক্ত করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কারণ তার কাছে কোনো বিকল্প নেই। দল যদি টিকিয়ে রাখতে হয়। রাজনীতি করতে হয়, তাহলে নির্বাচনে আসা ছাড়া তার (খালেদা) কোনো বিকল্প নেই।
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা আবু কাওছারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, সংসদ সদস্য র আ ম উবাদুর মোক্তাদির চৌধুরী প্রমুখ।
সভা পরিচালনা করেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ।
বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘন্টা, আগস্ট ০৫, ২০১৫
এমইউএম/এমজেএফ