ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বৃহস্পতিবার সাবেক নৌ প্রধান এম এ খানের ৩১তম মৃত্যুবার্ষিকী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৫
বৃহস্পতিবার সাবেক নৌ প্রধান এম এ খানের ৩১তম মৃত্যুবার্ষিকী রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খান

ঢাকা: বৃহস্পতিবার (৬ আগস্ট) সাবেক নৌবাহিনী প্রধান এবং যোগাযোগ ও কৃষি মন্ত্রী রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের ৩১তম মৃত্যুবার্ষিকী। ১৯৮৪ সালের এই দিনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।



মাহবুব আলী খান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানের পিতা।

দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে বৃহস্পতিবার সকালে মরহুমের মাজারে পুস্পস্তবক অর্পণ, কুরআন খতম ও বিশেষ মোনাজাত।

এছাড়া মরহুমের জন্মভূমি সিলেটে মাহবুব আলী খান স্মৃতি পরিষদ হযরত শাহ্ জালাল (রা.) ও হযরত শাহ্ পরান (রা.) এর দরগা শরীফে বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। তার গ্রামের বাড়ি সিলেটের বিরাহীমপুরেও দোয়া ও এতিমদের মাঝে খাদ্য বিতরণ করা হবে।

পাশাপাশি জামালপুর জেলার দুরমুটে হযরত শাহ্ কামাল (র.) এর মাজার শরিফে ও বগুড়ায় বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে এই দিনটি উপলক্ষ্যে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ নৌ-বাহিনী ঢাকা, চট্টগ্রাম, কাপ্তাই, মংলা ও খুলনায়  বিভিন্ন নৌ-ঘাঁটিতে এই দিনটি যথাযথ মর্যাদায় পালন করছে।

স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সুরভীর উদ্যোগে সারা দেশে এর শতাধিক শাখায় মরহুমের জন্য বিশেষ দোয়া ও দুঃস্থ শিশুদের মাঝে খাদ্য বিতরণ করবে।

এছাড়া মাহবুব আলী খান স্মৃতি পরিষদের আয়োজনে ’পবিত্র মক্কা শরীফেও’ বিশেষ মোনাজাত হবে।

লন্ডনেও মরহুমের কর্মময় জীবন নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

এছাড়া ৭ই আগস্ট বাদ জুম্মা ঢাকার বিভিন্ন মসজিদে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া এবং বিভিন্ন এতিমখানায় খাদ্য বিতরণ করা হবে।

মরহুমের বাসভবন ’মাহবুব ভবন’এ (ধানমন্ডি আ/এ, ঢাকা), বৃহস্পতিবার বাদ মাগরিব তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।