ফেনী: ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে ফেনীতে কেউ যদি ঘরোয়া ভাবেও খালেদা জিয়ার জন্মদিন পালন করে তাহলে কঠোর হস্তে তাদের প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।
বুধবার (০৫ জুলাই) দুপুরে জেলার দাগনভুঞা উপজেলার অফিসার্স ক্লাবে দলীয় নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন পালন ও কেক না কাটার অনুরোধ জানিয়ে নিজাম হাজারী বলেন, জাতির পিতার হত্যাকাণ্ডের দিন কেক কেটে আনন্দ-উল্লাসকে ভালো দেখায় না।
তিনি আরও বলেন, যদি কেউ শোকের দিনে জন্মদিনের কেক কেটে উল্লাস করে এবং পরে তা সামাজিক মাধ্যম কিংবা পত্রিকায় প্রচার করা হয়, তাহলে সে ছবি দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এসময় উপস্থিত গণমাধ্যমকর্মীদের ওই দিনের এ সংক্রান্ত ছবি প্রকাশ না করারও অনুরোধ জানান।
নিজাম হাজারী নেতা-কর্মীদেও উদ্দেশে বলেন, এখন রাজনীতি করার সময় নয়, এখন বন্যা দুর্গতদের সাহায্য করার সময়। তিনি উপজেলার সব নেতাকর্মীকে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাস্টার কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবং উপজেলা ভাইস চেয়ারম্যান জয়নাল আবদীন মামুনের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রহমান বিকম, দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগ আহ্বায়ক দিদারুল কবির রতন, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওমর ফারুক খান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৫
এসএইচ