ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সন্ত্রাসী বলায় বিস্মিত ময়মনসিংহ শহর ছাত্রলীগ সভাপতি আরিফ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৫
সন্ত্রাসী বলায় বিস্মিত ময়মনসিংহ শহর ছাত্রলীগ সভাপতি আরিফ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহ শহর ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফ তাকে সন্ত্রাসী উল্লেখ করে একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশ করায় বিস্ময় প্রকাশ করেছেন। তিনি বলেছেন, আমার মুজিব আদর্শের বাহিনী আছে।

কিন্তু কোনো সন্ত্রাসী বাহিনী নেই।

বুধবার (৫ আগস্ট) দুপুরে স্থানীয় হিমু আড্ডা রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আরিফ এ কথা বলেন। সম্প্রতি একটি জাতীয় দৈনিকে ‘দুই সন্ত্রাসীকে খুজঁছে পুলিশ’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদে এ সংবাদ সম্মেলন করেন তিনি।

আরিফ বলেন, ‘আমার মুজিব আদর্শের বাহিনী আছে, সন্ত্রাসী বাহিনী নেই। বালু মহাল- ফেরিঘাটে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে চিহ্নিত সন্ত্রাসী চৌরা সেলিম। ’

তিনি বলেন, ‘এখানে আমার কোনো সম্পৃক্ততা নেই। কিন্তু দেশের একটি দ্বায়িত্বশীল সংবাদমাধ্যমে আমাকে সন্ত্রাসী উল্লেখ করে যে সংবাদ প্রকাশিত হয়েছে, এতে আমি বিস্মিত ও হতবাক হয়েছি। ’
 
সংবাদ সম্মেলনে বালু ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক আহাদুর রহমান বাপ্পী, ফেরিঘাটের ইজারাদার কাজীমুদ্দিন কাজলসহ ছাত্রলীগ নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৫
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।