বগুড়া: বগুড়ায় জামায়াতের দুই শীর্ষ নেতাকে আটক করেছে বগুড়ায় গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৫ আগষ্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের চকলোকমান এলাকায় অভিযান চালিয়ে নিজ নিজ বাসা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- দলটির সাবেক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি গোলাম রব্বানী ও জেলার শাখার সেক্রেটারি অধ্যাপক নাজিমুদ্দিন।
বৃহস্পতিবার (৬ আগষ্ট) জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে কোনো মামলা আছে কী-না তা খতিয়ে দেখা হচ্ছে।
জামায়াত নেতাদের পারিবারিক সূত্র জানিয়েছে, বুধবার (৫ আগষ্ট) রাত ১২টার পর বিপুল সংখ্যক গোয়েন্দা পুলিশ ও আর্মড ব্যাটালিয়ন পুলিশ শহরের চকলোকমান এলাকায় দুই শীর্ষ নেতার বাসভবন ঘেরাও করে তাদের আটক করা হয়।
এসময় শীর্ষ এই দুই জামায়াত নেতার বাসভবনে পুলিশ প্রায় ঘন্টাব্যাপী তল্লাশি চালায় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়।
এদিকে জেলা জামায়াতের আমির অধ্যক্ষ শাহাবুদ্দিন এক বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে আটক নেতাদের মুক্তি দাবি করেন।
বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, আগষ্ট ০৬, ২০১৫
এমবিএইচ/বিএস