ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, জাবি শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৫
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, জাবি শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী শামছুল আলম নামের এক শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শামছুল আলম বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং মওলানা ভাসানী হলের আবাসিক ছাত্র।



বুধবার (০৫ আগষ্ট) রাত সাড়ে ১১টায় তাকে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) সকালে পুলিশে দেওয়ার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন  বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী।

এ বিষয়ে ছাত্রলীগের নেত‍াকর্মীরা বাংলানিউজকে জানান, গত ৪ আগস্ট প্রধানমন্ত্রীর লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’বই প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আল আমিন সেতুর একটি লেখা জাতীয় দৈনিকে প্রকাশিত হয়। এ লেখাটি ফেসবুকে শেয়ার করেন শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুরশিদুর রহমান আকন্দ।

ফেসবুকে শেয়ার করা ওই পোস্টে শামছুল আলম তার ‘করিম মামু’ নামক আইডি দিয়ে-‘ভাই ভালো লিখছেন। বইটা পড়েছি। একটা সমস্যা হলো। শেখ হাসিনা এমন কোন ভালো মানুষ হয় নাই যে তার কাছে আল্লাহর অভয় বাণী আসবে’ মন্তব্য করেন।

পরে বুধবার বিকেলে মুরশিদুর রহমান ও আল আমিন সেতু শামছুলকে খুঁজে বের করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে তুলে দেন। একই সঙ্গে তার বিরুদ্ধে একটি অভিযোগপত্র দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আইনি ব্যবস্থা নিতে অনুরোধ করেন তারা।

শামসুল আলম বলেন, ‘যতটুকু জানি, নবী রাসুলরা ছাড়া অন্য কারও কাছে আল্লাহর বাণী আসে না। তাই এই মন্তব্য করেছিলাম। কিন্তু এই মন্তব্য কাউকে কষ্ট দিবে বুঝতে পারিনি। ’

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, আগষ্ট ০৬, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।