ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মুক্তাগাছা শহীদ স্মৃতি কলেজে ছাত্র সমাজের ভাঙচুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৫
মুক্তাগাছা শহীদ স্মৃতি কলেজে ছাত্র সমাজের ভাঙচুর

ময়মনসিংহ: মিছিল করতে বাধা দেওয়ায় ময়মনসিংহের মুক্তাগাছার শহীদ স্মৃতি কলেজে প্রিন্সিপালের কক্ষের টেবিল ভাঙচুর করেছে জাতীয় ছাত্র সমাজের নেতাকর্মীরা। এ সময় তারা প্রিন্সিপালসহ শিক্ষকদের সঙ্গেও চরম দুর্ব্যবহার করেছে।



বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে এ হামলা চালায় জাতীয় পার্টির ছাত্রসংগঠনটির নেতাকর্মীরা।

কলেজ সংশ্লিষ্ট সূত্র জানায়, ৮ বছর ধরে কলেজ ক্যাম্পাসে কোনো সংগঠন রাজনৈতিক কর্মসূচি পালন করতে চাইলে আগে থেকেই কলেজ কর্তৃপক্ষকে অবহিত করে আসছে। কিন্তু জাতীয় ছাত্র সমাজের নেতাকর্মীরা বৃহস্পতিবার হুট করে বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে চাইলে গেটে তাদের আটকে দেন কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক জসিম উদ্দিন।

এ সময় ছাত্র সমাজের নেতাকর্মীরা তার সঙ্গে দুর্ব্যবহার করেন এবং কলেজে মিছিল করলে কারও অনুমতি লাগবে না বলে ওই শিক্ষককে শাসিয়ে দেন।

এরপর কলেজ কমিটির ছাত্র সমাজের আহ্বায়ক রিপন সরকার ওরফে পার্থ’র নেতৃত্বে ৮-১০ জন নেতাকর্মী কলেজ প্রিন্সিপাল খান মো. সালাহউদ্দিন কায়জারের কক্ষে প্রবেশ করে তার টেবিলে থাপ্পড় মারেন এবং কক্ষের টেবিলের গ্লাস ভাঙচুর করেন।

কলেজ প্রিন্সিপাল খান মো. সালাহউদ্দিন কায়জার বাংলানিউজকে জানান, এ খবর পেয়েই তাৎক্ষণিক কলেজে ছুটে আসেন জাতীয় পার্টির স্থানীয় সংসদ সদস্য সালাহউদ্দিন মুক্তি। পরে তিনি শিক্ষকদের সঙ্গে সভা করে এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কোনো ঘটনা ঘটবে না বলেও আশ্বাস দেন তিনি।

এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য সালাহউদ্দিন মুক্তির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

জানতে চাইলে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম বাংলানিউজের কাছে দাবি করেন, কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি। প্রিন্সিপাল স্যারের সঙ্গে জাতীয় ছাত্র সমাজের নেতাকর্মীদের একটু তর্ক-বিতর্ক হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৫
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।