ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত তিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৫
জবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত তিন

ঢাকা: বিভাগের শ্রেণি কক্ষে বসাকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে তরিকুল,রাসেল ও শাহ আলম নামের তিন ছাত্রলীগ কর্মী।

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শীরা জানায়,গণিত বিভাগে বসাকে কেন্দ্র করে নবম ব্যাচের কয়েকজন শিক্ষার্থীর সাথে ৭ম ব্যাচের কয়েকজনের হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি এফ এম শরিফুল ইসলামের অনুসারী লিখন,তরিকুল ও রাসেলসহ ৭-৮ জন ছাত্রলীগ কর্মী সাধারণ সম্পাদকের এস এম সিরাজুল ইসলামের অনুসারী শাহ আলমকে পিটিয়ে আহত করে।
খবর পেয়ে সাধারণ সম্পাদকের অনুসারীরা একত্রিত হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তরিকুল ও রাসেলকে পিটিয়ে আহত করে।

এরপর সভাপতি গ্রুপের কর্মীরা ক্যাম্পাসে লাঠি-সোঁটা নিয়ে ক্যাম্পাসে অবস্থান করতে চাইলে সভাপতি ও সাধারণ সম্পাদকের সামনেই অপর পক্ষ তাদের ধাওয়া দিয়ে বের করে দেয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের কেউ জড়িত নয় দাবি করে সাধারণ সম্পাদক এস এম সিরাজুল ইসলাম বাংলানিউজকে বলেন,ঘটনাটি বিভাগীয় ব্যাপার।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূর মোহাম্মদ বাংলানিউজকে বলেন,দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। উভয় পক্ষের কয়েকজন কর্মী আহত হয়েছে শুনেছি। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
 
বাংলাদেশ সময় ১৬৫৭ ঘণ্টা, আগস্ট ৬,২০১৫
আইএএ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।