রাবি: হিরোশিমা দিবস পালন ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।
বৃহস্পতিবার (০৬ আগস্ট) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক শামসুজ্জোহা সাদিকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, ছাত্রফ্রন্টের সভাপতি আলমগীর হোসেন সুজন, ছাত্র ইউনিয়নের সভাপতি আয়তুল্লাহ খোমেনী, ছাত্র ফেডারেশনের সভাপতি ফারুক ইমন, ছাত্রফ্রন্টের সহ সভাপতি তাসনুবা তাহরীন অন্তরা, দপ্তর সম্পাদক শাকিলা খাতুন, বিপ্লবী ছাত্রমৈত্রীর অর্থ সম্পাদক খালেদুর রাবী প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ১৯৪৫ সালের এ দিনে জাপানের হিরোশিমা নগরে যে ধ্বংসাত্মক বোমা বিস্ফোরণ করা হয়, তার ভয়াবহতা এখনও সেখানে বিদ্যমান। তখন এতে প্রায় দেড় লাখ মানুষ মারা যায়।
তারা বলেন, এ ধরনের কলঙ্কময় অধ্যায় যেনো আর সৃষ্টি না হয়, সেই প্রত্যয় নিয়ে প্রগতির পথে এগিয়ে যেতে হবে।
মানববন্ধনে বক্তারা বিশ্বব্যাপী সাম্রারাজ্যবাদী আগ্রাসন রুখে দেওয়ার আহ্বান জানান।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুমানের নির্দেশে ১৯৪৫ সালের ৬ আগস্ট জাপানের হিরোশিমা নগরে রাত ৮টা ১৫মিনিটে ‘লিটয় বয়’ নামে একটি শক্তিশালী বোমা বিস্ফোরণ করা হয়। এরপর থেকে প্রতি বছর এ দিনটিকে হিরোশিমা দিবস হিসেবে পালন করা হয়।
বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৫
এসএইচ/