বগুড়া: বগুড়ায় গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি বিশেষ দল অভিযান চালিয়ে জামায়াতের দুই শীর্ষ নেতাকে গ্রেফতার করেছে। এসময় তাদের বাড়ি তল্লাশি করে উদ্ধার করেছে ৩৫টি ককটেল।
আটকরা হলেন- দলটির সাবেক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি গোলাম রব্বানী ও বগুড়া জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক নাজিমুদ্দিন।
বুধবার (আগস্ট ০৫) দিনগত রাত সাড়ে ১২টার দিকে শহরের চকলোকমান এলাকায় অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার (আগস্ট ৬) বেলা ২টার দিকে বগুড়া পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান এসব তথ্য জানান।
পুলিশের এই কর্মকর্তা জানান, গ্রেফতারের সময় জামায়াত নেতা গোলাম রব্বানীর বৈঠকখানার সিলিংয়ের ওপরে রাখা একটি প্লাস্টিকের ব্যাগের মধ্য থেকে ২০টি ককটেল ও নাজিমুদ্দিনের ঘরের টিনের চালার ওপর থেকে ১৫টি ককটেল উদ্ধার করা হয়।
গ্রেফতার গোলাম রব্বানী ২০১৩ সালে দেলাওয়ার হোসাইন সাঈদীকে চাঁদে দেখার ঘটনার মূল পকিল্পনাকারী ছিলেন। তার বিরুদ্ধে সদর থানায় নাশকতার মামলা রয়েছে।
এছাড়া এই দুই জামায়াত নেতা সাম্প্রতিক সময়ে বগুড়ায় ভাঙচুর, নাশকতা, যানবাহনে পেট্রোলবোমা মেরে মানুষ পুড়িয়ে হত্যার মূল পরিকল্পনাকারী ছিলেন বলেও উল্লেখ করেন পুলিশের এই কর্মকর্তা।
এদিকে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া জেলা আমির অধ্যক্ষ শাহাবুদ্দিন এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এসব ঘটনা পুলিশের সাজানো নাটক ছাড়া আর কিছুই নয়।
বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৫
এমবিএইচ/এএ