ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহের ছাত্রলীগ নেতাকর্মীদের মুর্খ বললেন বাকৃবি সভাপতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৫
ময়মনসিংহের ছাত্রলীগ নেতাকর্মীদের মুর্খ বললেন বাকৃবি সভাপতি মুর্শেদুজ্জামান খান বাবু

ময়মনসিংহ: ময়মনসিংহ জেলা ছাত্রলীগের ‘কিছু’ নেতাকর্মীকে ‘মুর্খ’ খেতাব দিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ছাত্রলীগের সভাপতি মুর্শেদুজ্জামান খান বাবু। একইসঙ্গে পদপ্রত্যাশী কিছু নেতা পেশীশক্তি ও ভয়ভীতি দেখিয়ে বর্তমান কমিটির বিরুদ্ধে হীন ষড়যন্ত্র করছেন বলেও অভিযোগ করেছেন তিনি।



বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে সাংবাদিকদের কাছে পাঠানো এক বিবৃতিতে বাবু এ অভিযোগ করেন।

দু’পৃষ্ঠার বিবৃতিটিতে বাকৃবি ছাত্রলীগ সভাপতি বলেন, গত ৭ জুলাই জেলা ছাত্রলীগের সভাপতি জসিমের নেতৃত্বে কিছু সন্ত্রাসী আমার ওপর হামলা করে। এ ঘটনার প্রতিবাদে ছাত্র-জনতা বিক্ষোভে ফেটে পড়ে। আমি ও আমার সাধারণ সম্পাদক এ প্রতিবাদকে বিশৃঙ্খলামুক্ত ও শান্তিপূর্ণ করার আপ্রাণ চেষ্টা করি।

তিনি অভিযোগ করেন, এরপরও জেলা ছাত্রলীগের কিছু মুর্খ নেতাকর্মী আমার সাধারণ সম্পাদক সাইফুলের ওপর নৃশংস হামলা করে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতারের নাটক সাজায়।

বাবু বলেন, ঈদ ও ছাত্রলীগের জাতীয় সম্মেলনে অংশগ্রহণ করতে আমার শাখার কাউন্সিলর ও ডেলিগেটরা গ্রামের বাড়ি এবং ঢাকায় গেলে আমাদের অনুপস্থিতির সুযোগে পেশীশক্তি দেখিয়ে বর্তমান কমিটি বিরোধী ও আগামী কমিটির জন্য পদলোভী কিছু স্বার্থ ও বিচ্ছিন্নতাবাদী ছাত্রলীগের মুখোশ ধারণ করে বিভিন্ন স্তরের নেতাকর্মীদের মারধর ও হুমকি দেয়। একইসঙ্গে ভয়ভীতি দেখিয়ে ফেসবুকে বর্তমান কমিটি বিরোধী লেখালেখিতে বাধ্য করে।

‘অরাজনৈতিক ও অমানবিক’ এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের হস্তক্ষেপ কামনা করে বাকৃবি ছাত্রলীগ সভাপতি বলেন, চক্রটি আমার সিনিয়র নেতা ও বিভিন্ন হল সভাপতি, সাধারণ সম্পাদকের রুম ভাঙচুর ও লুটপাট করে লাখ লাখ টাকার ক্ষতি করে। এটা অত্যন্ত ঘৃণ্য, নিন্দনীয়। এ ধরনের কর্মকাণ্ড এই সভ্য যুগে মেনে নেওয়ার মতো নয়।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৫
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।