ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘ভাটি বাংলাদেশের অধিকার রক্ষার দায়িত্ব ভারতের’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৫
‘ভাটি বাংলাদেশের অধিকার রক্ষার দায়িত্ব ভারতের’ লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান / ফাইল ফটো

ঢাকা: বাংলাদেশ ও ভারতের ৫৩ অভিন্ন নদীর ৫২ টিরই উজানে ভারত। তাই ভাটি বাংলাদেশের অধিকার রক্ষা করা ভারতেরই দায়িত্ব।



শুক্রবার (০৭ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান এসব কথা বলেন।

‘সাউথ এশিয়া ইয়ুথ ফর পিস অ্যান্ড প্রোসপারিটি’র উদ্যোগে ‘ভারতের আন্তঃনদী সংযোগ পরিকল্পনা এবং বাংলাদেশের পানি ব্যবস্থাপনা’ শীর্ষক এ গোলটেবিল আলোচনার আয়োজন করা হয়।

তিনি বলেন, উজানে অবস্থিত হওয়ায় বাংলাদেশে আসার আগেই ভারত এ পানি ব্যবহার করছে। ব্যবহার হওয়ার পর সে পানি বাংলাদেশে এলে তাদের তো কোনো ক্ষতি নেই।

‘কিন্তু প্রবেশ বন্ধ করে দিলে বাংলাদেশের জন্য তা হবে ধ্বংসাত্মক,’ যোগ করেন লে. জেনারেল (অব.) মাহবুব।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদান অস্বীকার করার উপায় নেই উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতার পর থেকে তাদের বাংলাদেশ অনেক দিয়েছে। বিনিময়ে তারা তেমন কিছুই দেয়নি। তাই ভারতের উচি‍ৎ পানি বণ্টন প্রশ্নে বাংলাদেশর অধিকার সংরক্ষণ করা।

অবিলম্বে ভারতের আন্তঃনদী সংযোগ পরিকল্পনা বাতিলের দাবি জানান এই বিএনপি নেতা।

একই সঙ্গে বাংলাদেশের যৌথ নদী কমিশন ও সরকারকে চুপ না থেকে আন্তর্জাতিক নদী কমিশনে যাওয়ারও পরামর্শ দেন তিনি।

আয়োজক সংগঠনের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে সভায় পানি বিশেষজ্ঞ ড. এসআই খান, প্রকৌশলী এনামুল হক, প্রকৌশলী শহীদুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

এতে ম‍ূল প্রবন্ধ উত্থাপন করেন সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৫
এসএ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।