ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘একদিন গণআদালতে বিচার হবে খালেদার’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৫
‘একদিন গণআদালতে বিচার হবে খালেদার’ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ

ঢাকা: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও  বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, খালেদা জিয়া ৯২ দিন অবরোধ করে গাড়িতে আগুন দিয়ে মানুষ হত্যা করেছেন, গাড়ি চলাচল বন্ধ করেছেন, রফতানি কমিয়েছেন। এসব অপরাধের দায়ে বাংলার মানুষের গণআদালতে একদিন খালেদা জিয়ার বিচার হবে।



শনিবার (০৮ আগস্ট) দুপুরে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৫তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলে।

তোফায়েল বলেন, আপনি (খালেদা জিয়া) আজকে আদালতের বিচারের মুখোমুখি হয়েছেন। বাংলার মানুষের গণআদালতেও একদিন আপনার বিচার হবে।

গত জানুয়ারি থেকে ৯২ দিনে বিএনপি-জামায়াত জোটের সহিংসতা তুলে ধরে খালেদা জিয়ার উদ্দেশে তোফায়েল বলেন, ওনি (খালেদা জিয়া) বলেছিলেন, সরকারের পতন না ঘটিয়ে ঘরে ফিরে যাবেন না। কিন্তু আল্লাহর কি রহমত, ৯২দিন পরে ওনি আদালতে আত্মসমর্পণ করে ঘরে ফিরে গেছেন। ফেরেননি সেই মায়ের সন্তানরা। সেই সন্তানরা হলেন বাসের ড্রাইভার, হেলপার, পেট্রোল বোমায় নিহত শিশুসন্তানসহ অনেকে।

তোফায়েল বলেন, আপনি (খালেদা) ৯২ দিন অবরোধ করে দেশের রফতানি কমিয়েছেন, গাড়ি চলাচল বন্ধ করেছেন। এসব অপরাধের জন্য বাংলার মানুষের গণআদালতে একদিন আপনার বিচার হবে।

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওসারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৫
এসকে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।