বরিশাল: বরিশাল নদীবন্দরে নোঙ্গর করা দু'টি লঞ্চের কেবিনে অগ্নিসংযোগের মামলায় মহানগর বিএনপি ও ছাত্রদলের তিন নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
শনিবার মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আবু তাহের বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের রিমান্ড আবেদন করেন।
আদালতের বিচারক রফিকুল ইসলাম ১২ আগস্ট রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য্য করেন।
বিএনপি ও ছাত্রদল নেতারা হলেন- মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া, যুগ্ম সম্পাদক মীর জাহিদুল কবীর এবং মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান সোহেল।
আদালত সূত্র জানায়, সরকার বিরোধী আন্দোলন চলাকালে ২০ জানুয়ারি রাতে নদীবন্দরে নোঙ্গর করা এমভি সুন্দরবন-৭ এবং এমভি পারাবত-১০ লঞ্চের কেবিনে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
এ ঘটনায় কোতোয়ালি থানার এসআই মোস্তাফিজুর রহমান বাদী হয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের অর্ধশত নেতাকর্মীর নামে মামলা দায়ের করেন।
দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর ২ আগস্ট জিয়া, মীর জাহিদসহ বিএনপির ১৭ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৫
এমজেড