ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদা সঙ্গে শামসুজ্জামান দুদু’র সাক্ষাৎ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৯ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৫
খালেদা সঙ্গে শামসুজ্জামান দুদু’র সাক্ষাৎ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া (ফাইল ফটো)

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন সদ্য কারামুক্ত তার উপদেষ্টা শামসুজ্জামান দুদু।

শনিবার (০৮ আগস্ট) রাত ৯টায় গুলশান কার্যালয়ে কৃষকদলের বেশ কয়েকজন নেতাকর্মী সঙ্গে নিয়ে খালেদার সঙ্গে দেখা করেন দুদু।



এ সময় তিনি খালেদা জিয়ার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

বিএনপি চেয়ারপারসন এ সময় দুদু’র কাছ থেকে কাশিমপুর কারাগারে আটক দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ অন্য নেতাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পাশাপাশি দলের এ প্রতিকূল অবস্থায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দেন তিনি।

এদিকে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এনামুল হক এনাম ও নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ফজলুল হক বাচ্চুসহ এ দুই জেলার সদ্য কারামুক্ত বেশ কয়েকজন নেতাও রাতে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১০৪৯ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৫
এজেড/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।