ঢাকা: ব্লগার হত্যা বন্ধে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
রোববার (০৯ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব’র ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
এ সময় হাছান মাহমুদ বলেন, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের সঙ্গে এমন দল আছে, যারা আফগানিস্তান থেকে জঙ্গি প্রশিক্ষণ নিয়ে এসেছে। আন্তর্জাতিক জঙ্গিবাদের সঙ্গেও তাদের সম্পর্ক রয়েছে।
তিনি বলেন, জঙ্গিবাদের রাজনীতি করা বিএনপি-জামায়াতকে প্রতিহত করার পাশাপাশি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করতে হবে।
তিনি আরও বলেন, ইসলামের কথা বলে মানুষ হত্যাকারীরা ধর্মের ওপর কালিমা লেপন করছে। এরা ইসলামের শত্রু। এই শত্রুদের হাত থেকে ইসলামকে রক্ষা করতে হবে।
বঙ্গবন্ধু হত্যার বিচার প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের কাছে ন্যায় প্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন। এরই অংশ হিসেবে বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করা হয়েছে।
বঙ্গবন্ধুকে হত্যায় পেছন থেকে যারা কলকাঠি নেড়েছে, ন্যায় প্রতিষ্ঠার জন্যই তাদেরও বিচার হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন হাছান মাহমুদ।
তিনি বলেন, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্যই যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। আশা করি, একাত্তরে যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, বাংলার মাটিতে তাদের বিচার হবে। তা না হলে ন্যায় প্রতিষ্ঠিত হবে না।
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৫
এএসএস/আরএইচ/জেডএস