ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সাভারের বহিষ্কৃত মেয়র বিএনপি নেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
সাভারের বহিষ্কৃত মেয়র বিএনপি নেতা গ্রেফতার রেফাত উল্লাহ

সাভার (ঢাকা): সাভার পৌরসভার সাময়িক বহিষ্কৃত মেয়র ও পৌর বিএনপির সভাপতি রেফাত উল্লাহসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

৫ জানুয়ারি জাতীয় নির্বাচনের পরে বিএনপি জামায়াতের হরতাল ও অবরোধে সাভারে গাড়িতে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যার মামলায় তাদের গ্রেফতার করা হয়।

 

রোববার (০৯ আগস্ট) রাত ১০টার দিকে উল্লাইল বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করে সাভার মডেল থানা পুলিশ।

এসময় ওই বিএনপি নেতার সঙ্গে থাকা পৌর বিএনপির সহ-সভাপতি নাজিম উদ্দিনকেও একই সঙ্গে পুলিশ গ্রেফতার করে।

এ ছাড়া পৌর এলাকার তেঁতুলঝোড়া ও ভাকুর্তা থেকে আরও ৩ জনসহ বিএনপির মোট ৫ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

সাভার মডেল থানার সিনিয়র এএসপি রাসেল শেখ জানান, ৫ জানুয়ারি জাতীয় নির্বাচনের পরে বিএনপি জামায়াতের হরতাল ও অবরোধে সাভারে বিভিন্ন স্থানে নাশকতার কয়েকটি মামলায় রেফাত উল্লাহকে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাকে আদালতে পাঠানো হবে বলে জানান এএসপি রাসেল শেখ।

তার বিরুদ্ধে বিগত হরতাল অবরোধকালে সাভার মডেল থানায় অন্তত ৬টি মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।

২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসের মামলায় রেফাত উল্লাহকে সাভার পৌর মেয়র থেকে সাময়িক বরখাস্থ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

বাংলাদেশ সময়: ০১৩৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।