ঢাকা: বুধবার (১২ আগস্ট) রাতে ২০ দলীয় জোটের বৈঠক ডেকেছেন বিএনপির চেয়ারপারসন ও জোট নেতা খালেদা জিয়া। গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে রাত ৮টায় এ বৈঠক হবে।
বিএনপি চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবির খান বাংলানিউজকে এ তথ্য জানান।
দলীয় সূত্রে জানা যায়, লন্ডন যাত্রার প্রাক্কালে জোটের শীর্ষ নেতাদের সঙ্গে প্রয়োজনীয় আলাপ-আলোচনা ও দিক নির্দেশনা দেওয়ার জন্যই এ বৈঠক ডেকেছেন খালেদা।
এরই মধ্যে বিশদলীয় জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামী, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), খেলাফত মজলিশ, এলডিপি, এনডিপি, এনপিপি, ডিএল, পিএল, বাংলাদেশ ন্যাপ, ন্যাপ ভাসানী, বাংলাদেশ মুসলীম লীগ, জাগপা, জমিয়তে উলামায়ে ইসলাম, বাংলাদেশ লেবার পার্টি, জাতীয় পার্টি (জাফর), ইসলামিক পার্টি, বাংলাদেশের সাম্যবাদী দল ও বাংলাদেশ কল্যাণ পার্টির শীর্ষ নেতাদের বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
এজেড/এএ