ফেনী: ফেনীর ফুলগাজী উপজেলার সাবেক চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যাকাণ্ডে চার্জশিটভুক্ত ২৯ আসামিতে আদালত হাজির করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ফেনীর জ্যোষ্ঠ বিচারিক হাকিম রাজেষ চৌধুরীর আদালতে তাদের হাজির করা হয়।
আদালত সূত্র জানায়, কড়া পুলিশি নিরাপত্তায় চার্জশিটভুক্ত ২৯ আসামিকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই আদেশে বিচারক ৩১ আগস্ট মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন।
তবে, এ মামলার এজহারভুক্ত আসামি বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী মিনার ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রিজন সেলে চিকিৎসাধীন থাকায় আদালতে অনুপস্থিত ছিলেন। এরই মধ্যে বিচারিক আদালত পলাতক আসামিদের মালামাল ক্রোক ও পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন।
ফেনী কোর্ট পরিদর্শক হারুন অর রশিদ ২৯ আসামিকে কারাগারে পাঠানোর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
২০১৪ সালের ২ মে ফেনী শহরের একাডেমি এলাকায় চেয়ারম্যান একরামুল হককে কুপিয়ে, গুলি করে ও তার বহনকারী গাড়িতে আগুন দিয়ে হত্যা করা হয়। ২০১৪ সালের ২৮ আগস্ট ফেনী মডেল থানার পুলিশ ৫৬ জনকে আসামি করে এ মামলার চার্জশিট দেয়। এর মধ্যে ৩৭ জনকে বিভিন্ন সময় র্যাব ও পুলিশ গ্রেফতার করে।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
এমজেড