ঢাকা: সব প্রস্তুতি সম্পন্ন হলেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন সফরের শিডিউল এখনো চূড়ান্ত হয়নি। শিডিউল চূড়ান্ত হলে সংবাদমাধ্যমকে তা আনুষ্ঠানিকভাবে জানিয়েই লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি।
খালেদা জিয়ার ব্যক্তিগত কর্মকর্তা ও বিএনপির শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতার সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
ঈদ-উল ফিতরের পরপরই জোর গুঞ্জন ওঠে, কয়েক দিনের মধ্যেই লন্ডন যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে কোনো কোনো মিডিয়া ১০ আগস্টের আগেই খালেদা জিয়াকে লন্ডন পাঠিয়ে দেয়।
কোনো কোনো মিডিয়ায় খবর আসে, ‘বিতর্কিত জন্মদিন’ পালন এড়াতে ১৫ আগস্টের আগেই লন্ডন যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
সোমবার (১০ আগস্ট) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন জানান, দুই এক দিনের মধ্যেই লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া।
অবশ্য কয়েকদিন আগে ড. আসাদুজ্জামান রিপনের বরাত দিয়ে ঢাকার একটি দৈনিকে খবর আসে, ১০ আগস্ট লন্ডনের এক হাসপাতালে খালেদা জিয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট করা আছে। মামলায় হাজিরা দেওয়ার ঝামেলা না থাকলে ১০ আগস্টের আগেই লন্ডন যাচ্ছেন তিনি।
খালেদা জিয়া কবে নাগাদ লন্ডন যাচ্ছেন তা জানতে চাইলে মঙ্গলবার (১১ আগস্ট) তার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বাংলানিউজকে বলেন, ম্যাডাম লন্ডন যাচ্ছেন চিকিৎসার জন্য। ওখানকার (লন্ডন) চিকিৎসকরা অ্যাপয়েন্টমেন্ট দিলেই ম্যাডামের লন্ডন যাত্রার শিডিউল চূড়ান্ত করবো আমরা। আর শিডিউল চূড়ান্ত হলে গণমাধ্যমকে সেটি জানিয়ে দেওয়া হবে।
দলীয় সূত্রমতে, এখন পর্যন্ত শিডিউল চূড়ান্ত না হলেও লন্ডন যাত্রার সব প্রস্তুতি সম্পন্ন করেছেন খালেদা জিয়া। গত কয়েক দিনে গুলশান কার্যালয়ে দফায় দফায় বৈঠক করে দলের শীর্ষ নেতাদের দিয়েছেন প্রয়োজনীয় দিক নির্দেশনা। গুছিয়ে নিয়েছেন নিজের দাফতরিক কাজগুলোও।
এছাড়া ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বুধবার (১২ আগস্ট) রাতে বৈঠক করবেন খালেদা জিয়া। লন্ডন যাওয়ার আগে জোট নেতাদেরকেও দিয়ে যাবেন প্রয়োজনীয় দিক-নির্দেশনা। সময় থাকলে বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সঙ্গেও বৈঠক করবেন তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুধু দলীয় কর্মকাণ্ড নয়, ব্যক্তিগত কাজগুলোও গুছিয়ে ফেলেছেন খালেদা জিয়া। সঙ্গে নেওয়ার মতো প্রয়োজনীয় জিনিসপত্র, ব্যাগ, লাগেজ, ওষুধপত্র সব রেডি করেছেন তিনি। আত্মীয়-স্বজনের সঙ্গে প্রয়োজনীয় আলাপ-আলোচনাও সেরে ফেলেছেন খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবির খান বাংলানিউজকে বলেন, ম্যাডামের লন্ডন সফরের তারিখ এখনো আমাদের জানানো হয়নি। তবে লন্ডন যাত্রার প্রস্তুতিসহ অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
এজেড/এএসআর/জেডএম