ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

৪৪ মামলায় আমানের জামিন আবেদন নাকচ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
৪৪ মামলায় আমানের জামিন আবেদন নাকচ বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান

ঢাকা: বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানের ৪৪ মামলায় জামিন আবেদন নাকচ করেছেন ঢাকা মহানগর দায়রা আদালত।

বুধবার (১২ আগস্ট) মামলাগুলোর শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ জামিন আবেদন নাকচ করেন।



গত ২ আগস্ট মামলাগুলোতে তিনি (আমানউল্লাহ আমান) ঢাকা সিএমএম আদালতে আত্মসমর্পন করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত ৯ জুলাই হাইকোর্ট আমানকে ৪২টি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ারকে ৯টি এবং খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টুকে ১টি মামলায় চার সপ্তাহের আগাম জামিন প্রদান করেন।

হাইকোর্টের দেওয়া উক্ত জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ জামিন বাতিলের আবেদন করলে গত ২৭ জুলাই প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ হাইকোর্টের দেওয়া জামিন বাতিল করে ৭ দিনের মধ্যে তাদের আত্মসমর্পনের নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
এমআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।