ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

হাতকড়া পরা অবস্থায় ছাত্রলীগ নেতার পলায়ন, অতঃপর গ্রেফতার

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
হাতকড়া পরা অবস্থায় ছাত্রলীগ নেতার পলায়ন, অতঃপর গ্রেফতার

ঈশ্বরদী (পাবনা): পুলিশের কাছ থেকে হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যাওয়ার পর ফের গ্রেফতার হয়েছেন পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সদরুল হক পিন্টু।

তিনি ছাত্রলীগ কর্মী সৌরভ হোসেন টুনটুনির হাত কেটে নিয়ে প্রকাশ্যে উল্লাস করার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি।



বুধবার (১২ আগস্ট) সকাল ১১টার দিকে পাকশীর রূপপুর-তিন বটতলা এলাকা থেকে পুনরায় তাকে গ্রেফতার করা হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১০টার দিকে পাকশীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা পিন্টুকে গ্রেফতার করে পুলিশ। এসময় হাতকড়া পরা অবস্থায় তিনি পালিয়ে যান। পরে রূপপুর-তিন বটতলা এলাকা থেকে  ফের তাকে গ্রেফতার করা হয়।

দুপুরে আদালতের মাধ্যমে তাকে পাবনা কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

এর আগে ১ জুন দলীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পিন্টু ও তার গ্রুপের লোকজন ছাত্রলীগ কর্মী সৌরভ হোসেন টুনটুনির বাম হাতের কব্জি পর্যন্ত কেটে নেন। এরপর তারা কাটা হাত নিয়ে মোটরসাইকেলে করে এলাকা ঘুরে উল্লাস করেন। পরে তারা রূপপুর মোড়ে গিয়ে খণ্ডিত হাতটি ফেলে রেখে যান।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
এসআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।