ঢাকা: ছাত্রদল সভাপতি রাজীব আহসানকে ‘মিথ্যা মামলায়’ আবারও রিমান্ডে নেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।
বুধবার (১২ আগস্ট) বিকেলে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশীদ মামুন ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করেন।
তারা বলেন, মিথ্যা, বানোয়াট মামলায় দেশের জনপ্রিয় ছাত্র সংগঠন ছাত্রদলের সভাপতিকে ৮ দিনের রিমান্ড শেষে আবারও ১৬ দিনের রিমান্ড দেওয়ায় দেশের ছাত্র সমাজ স্তম্ভিত।
সরকারকে আবারও অবৈধ আখ্যা দিয়ে তারা বলেন, ক্ষমতায় টিকে থাকতে নির্যাতনকেই হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে সরকার। যার জের ধরে এই রিমান্ড। অবিলম্বে ছাত্রদল সভাপতির নিঃশর্ত মুক্তি দাবি করেন তারা।
বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
আইএ