ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আ’লীগ কর্মীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৫
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আ’লীগ কর্মীর মৃত্যু

রাজশাহী: ব্যানার টাঙাতে গিয়ে রাজশাহী মহানগরের তালাইমারী এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট আওয়ামী লীগ কর্মী আবদুর রশিদের (২৮) মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে আইসিইউতে থাকা রশিদকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।



তিনি তালাইমারী সংলগ্ন কাজলা ফুলতলা এলাকার আশরাফ আলীর ছেলে।

এর আগে, দুপুর ১২টায় বিদ্যুতের খুঁটিতে উঠে ব্যানার টাঙানোর সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে খুঁটি থেকে ছিটকে নিচে পড়ে মাথায় গুরুতর আঘাত লাগে।

এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

মহানগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, আহত আবদুর রশিদ নগরের ২৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সক্রিয় কর্মী। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হবে।

এদিকে, দুর্ঘটানার খবর পেয়ে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও মুক্তিযোদ্ধা নওশের আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী তাকে হাসপাতালে দেখতে যান।

** রাজশাহীতে ব্যানার টাঙাতে গিয়ে আ’লীগ কর্মী বিদ্যুৎস্পৃষ্ট

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৫
এসএস/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।