ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৮ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৫
বগুড়ায় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বঙ্গবন্ধুর ৪০তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বগুড়ায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে জেলা যুবলীগ এ আলোচনা সভার আয়োজন করে।


 
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাগর কুমার রায়ের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু আহমেদ নাসীম পাভেল।
 
প্রধান অতিথির বক্তব্যে আবু আহমেদ নাসীম পাভেল বলেন, ১৫ আগস্ট কেবল জাতির পিতাকে হত্যা করা হয়নি, মুক্তিযুদ্ধের পুরো ইতিহাস পাল্টে দেওয়া হয়েছিল। দেশের মানুষ ২১ বছর বঙ্গবন্ধুর নাম মুখে নিতে পারেনি। কেড়ে নেওয়া হয়েছিল মুক্তিযুদ্ধের গান শোনার অধিকার।
 
তিনি আরও বলেন, এখন আগের অবস্থা নেই। বাঙালি জাতি এখন মাথা তুলে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সামনের দিকে এগিয়ে যাচ্ছে।
এ সভায় আরও উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, যুবলীগ নেতা আলহাজ শেখ, শুভাশীষ পোদ্দার লিটন, আমিনুল ইসলাম ডাবলু, মাকছুদুল আলম খোকন, মাহফুজুল আলম জয়, অধ্যক্ষ সহিদুল ইসলাম দুলু, আহম্মেদুর রহমান বিপ্লব, আব্দুর রাজ্জাক, উদয় কুমার বর্মণ, এম সুলতান আহমেদ, নাছিরুজ্জামান টিটো, সাজেদুর রহমান সিজু, ইয়াছিন শেখ, শরিফুল আলম শিপুল, এজাজুল হক ডনেল, জুয়েল যায়দার, ফজলে রাব্বি মিথুন, কাউছার হামিদ রুবেল, বাপ্পি কুমার চৌধুরী, বনি আমিন মিন্টু, মোস্তাফিজার রহমান ভুট্টো, সোহরাব হোসেন সান্নু, অসীম কুমার রায়, কামরুল হুদা উজ্জল, ইফতারুল ইসলাম মামুন, রবিউল ইসলাম লিটন, ওবায়দুল্লাহ সরকার স্বপন, শেখ ফারহান অর্চি, জাকিউল আলম জনি, মতিন আলী, মোস্তাকিম রহমান, জাকারিয়া আদিল প্রমুখ।

সভা শেষে যুবদল নেতা সেতু খন্দকার ও সফিউল আলম সার্থিকের নেতৃত্বে তিন শতাধিক যুবদল নেতাকর্মী এবং ২০নং ওয়ার্ড যুবদল নেতা মানিক, হোসেন ও সেলিমের নেতৃত্বে শতাধিক যুবদল নেতাকর্মী প্রধান অতিথির হাতে ফুল নির্মিত নৌকা তুলে দিয়ে যুবলীগে যোগদান করেন।

বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৫
এমবিএইচ/এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।