ঢাকা: খুলেছে হ্যাক হওয়া ছাত্রদলের ওয়েবসাইট। হ্যাক হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ওয়েবসাইটটি সচল করা হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৪টার দিকে সাইবার-৭১’র ফেসবুক পেজে এ সম্পর্কিত তথ্য উল্লেখ করে পোস্ট দেওয়া হয়। তবে হ্যাকের কয়েক ঘণ্টা পর সচল হয়ে যায় ওয়েবসাইটটি।
হ্যাকড থাকা সময়ে ছাত্রদলের ওয়েব অ্যাড্রেসটিতে প্রবেশ করলে দলটির উদ্দেশে দেওয়া বার্তা চোখে পড়েছে। সেখানে প্রথমেই লেখা হয়- বাংলার নবাব ইজ ব্যাক... ;) Hacked by "Haxor Ahmed"। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জন্মদিন নিয়ে দেশব্যাপী পূর্বের মতো সহিংসতা তৈরি না করতে ছাত্রদলের প্রতি আহ্বান:
আমরা তরুণ সমাজ সর্বদাই সহিংসতার বিরুদ্ধে। শুধু আমরা নই, বাংলাদেশের প্রতিটি মানুষই বিশ্বাস করে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস হলেও যে কারো জন্মদিন হতেই পারে। কিন্তু এতো বিতর্কের মধ্যে সেই জন্মদিনকে নিয়ে পুরো দেশব্যাপী উৎসব চলাকালীন সময়ে বিভিন্ন সহিংসতা লক্ষ্য করতাম যাতে সাধারণ মানুষ হেনস্তার শিকার হতো। বঙ্গবন্ধু ছিলেন এই বঙ্গের ধ্রুবতারা!। রাজনৈতিক হিংসা ভুলে আজকে যদি আপনারা তাকে শ্রদ্ধা করতেন কাল অন্যরাও কিন্তু ঠিকই জিয়াউর রহমানকেও সম্মান জানানো শুরু করতো...।
বাংলাদেশ সময়: ০২৫৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৫
আইএ/
** ছাত্রদলের ওয়েবসাইট হ্যাকড