ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদার বাড়ির আঙিনায় বঙ্গবন্ধুর স্মরণে কাঙ্গালী ভোজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৯ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৫
খালেদার বাড়ির আঙিনায় বঙ্গবন্ধুর স্মরণে কাঙ্গালী ভোজ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী।

দিবসটিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ফেনীর ফুলগাজীর শ্রীপুরের বাড়ির সামনে ৫ হাজার মানুষের কাঙ্গালী ভোজের আয়োজন করেছে জেলা আওয়ামী লীগ।

এ আয়োজনে সার্বিক সহযোগিতা করছেন খোদ খালেদা জিয়ার চাচাতো ভাই শামীম মজুমদার ও বিপ্লব মজুমদার। এ আয়োজনকে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে, জবাই দেওয়া হয়েছে ৫টি গরু, চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে এ ভোজ।
 
এ আয়োজনের সার্বিক দিক দেখতে শুক্রবার (১৪ আগস্ট) রাতে ওই স্থান পরিদর্শনে আসেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী।

এ সময় তিনি খালেদা জিয়ার আত্মীয়স্বজন ও পরিবার-পরিজনের সঙ্গেও দেখা করেন। নিজাম হাজারী বাংলানিউজকে জানান, ফেনীর মানুষ বঙ্গবন্ধুকে ভালোবাসে এবং তার আদর্শে অনুপ্রানিত, খালেদা জিয়ায় মিথ্যা জন্মদিনকে তারা বিশ্বাস করে না।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন, ফেনী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল বাসার তপন, পরশুরাম উপজেলা চেয়্যারম্যান কামাল মজুমদার, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলীম, অনন্দপুর ইউনিয়ন চেয়্যারম্যান হারুন মজুমদার। একই স্থানে জাতীয় শোক দিবসের‬ মিলাদ ও দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৫২৯ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।