ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মঙ্গলবার ‘কারচুপি’র তথ্য উপস্থাপন করবে বিএনপি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৫
মঙ্গলবার ‘কারচুপি’র তথ্য উপস্থাপন করবে বিএনপি

ঢাকা: ভোটগ্রহণের প্রায় চার মাসের মাথায় ঢাকা উত্তর-দক্ষিণ সিটি করপোরেশন নির্বচনে ‘কারচুপি’র তথ্য উপস্থাপন করতে যাচ্ছে বিএনপি।
 
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১টায় রাজধানীর পান্থপথে সামুরায় কনভেনশন সেন্টারে ‘আদর্শ ঢাকা আন্দোলন’ এক সংবাদ সম্মেলন ও মূল্যায়ন অনুষ্ঠানের আয়োজন করেছে।


 
‘আদর্শ ঢাকা আন্দোলন’র ব্যানারে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়া বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়ালের নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সমন্বয়ক শায়রুল কবির খান বাংলানিউজকে এ তথ্য জানান।
 
‘আদর্শ ঢাকা আন্দোলন’ সূত্রে জানা যায়, মঙ্গলবারের সংবাদ সম্মেলনে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল, দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী অাফরোজা আব্বাস উপস্থিত থাকবেন।
 
তাবিথ আউয়ালের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ব্যারিস্টার মওদুদ আহমদ ও মির্জা আব্বাসের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ উপস্থিত থাকবেন অনুষ্ঠানে। এছাড়া ‘আদর্শ ঢাকা আন্দোলনের আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. এমাজউদ্দিন আহমদ, সদস্য সচিব শওকত মাহমুদ, অধ্যাপক মাহবুব উল্লাহ, সাংবাদিক মাহফুজ উল্লাহ, জাফরউল্লাহ চৌধুরীসহ আদর্শ ঢাকা আন্দোলনের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
 
এদিকে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল অনুষ্ঠিত ঢাকা উত্তর-দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে যে ‘কারচুপি’র অভিযোগ বিএনপি করে আসছিল, সেইসব অভিযোগের পক্ষে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করে তা পুস্তিকা আকারে প্রকাশ করেছে আদর্শ ঢাকা আন্দোলন। মঙ্গলবারের সংবাদ সম্মেলনে এ তথ্য-উপাত্তগুলোই তুলে ধরা হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক আদার্শ ঢাকা আন্দোলনের এক নেতা বাংলানিউজকে বলেন, মিডিয়ায় প্রকাশিত ও প্রচারিত তথ্য-উপাত্ত সংগ্রহ, যাচাই, বাছাই এবং মূল্যায়নের ভিত্তিতে একিভূত করে পুস্তিকা আকারে প্রস্তুত করতে তিন মাস সময় লেগে গেছে। তাই আপাত দৃষ্টিতে কাজটিকে ‘বিলম্বিত’ মনে হলেও সিটি নির্বাচন সম্পর্কে দেশবাসীর কাছে সঠিক তথ্য তুলে ধরার প্রয়াস আমরা দেখিয়েছি।
 
বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৫
এজেড/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।