ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রংপুরে নারী এমপির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৫
রংপুরে নারী এমপির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর: শোকের মাসে রংপুরের স্থানীয় কবি ও অ্যাডভোকেট এম এ বাশার টিপুর জন্মদিনে কেক কেটে জন্মোৎসব পালন করায় আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের এমপি অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দাবি উঠেছে।

সোমবার (১৭ আগস্ট) রংপুর আইনজীবী ভবনের সামনে এক মানববন্ধনে আওয়ামীপন্থি আইনজীবীরা এ দাবি জানান।



মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হক, সাধারণ সম্পাদক পিপি আব্দুল মালেক, নারী ও শিশু নির্যাতন দমন আদালতের পিপি রফিক হাসনাইন, অ্যাডভোকেট তুহিন প্রমুখ।

বক্তারা বলেন, খালেদা জিয়া জাতীয় শোক দিবসে জন্মদিন পালন করে যেভাবে জাতিকে আহত করেছেন, এমপি হোসনে আরা লুৎফা ডালিয়া শোকের মাসে টিপুর জন্মদিনের কেক কেটে সেভাবেই আমাদের আহত করেছেন।

প্রধানমন্ত্রীর কাছে এ নারী এমপির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তারা।

গত ১৪ আগস্ট দিনগত রাতে রংপুরের কবি এবং অভিযাত্রিক সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি অ্যাডভোকেট এম এ বাশার টিপুর জন্মদিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন হোসনে আরা লুৎফা ডালিয়া।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৫
টিআই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।