ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান প্রয়াত কাজী জাফর আহমদকে একজন জীবন্ত কিংবদন্তি এবং বাতিঘর উল্লেখ করে বক্তারা বলছেন, যুগ যুগ তাকে স্মরণ করতে হবে।
রোববার (৩১ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে যুব সংহতি আয়োজিত জাতীয় কাজী জাফর আহমদ স্মরণ সভায় বক্তারা এ কথা বলেন।
স্মরণ সভায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে (অব.) মাহবুবুর রহমান বলেন, তার ছিল দীর্ঘ সংগ্রামী ও বৈচিত্রময় জীবন। গণতন্ত্রহীন একদলীয় সরকার ব্যবস্থায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, বিদেশিরা খুন হচ্ছে, শিয়া সম্প্রদায়ের উপর হামলা হচ্ছে। এরকম একটা সময়ে গণতন্ত্রের বড় শুন্যতা। নেতৃত্ব শুন্যতা। বাংলাদেশের এই দুর্যোগের মধ্যে কাজী জাফর নেই। গণতন্ত্রের আন্দোলনে কাজী জাফরের মত নেতা প্রয়োজন।
কাজী জাফরের সংগ্রামী জীবন ও চেতনাকে আদর্শ হিসেবে গ্রহণ করে জীবন পরিচালনার আহ্বান জানান জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান টিআইএম ফজলে রাব্বী।
কাজী জাফর অসাম্প্রদায়িক চেতনার পতাকা ঊর্ধ্বে তুলে ধরেছিলেন জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক মাহবুব উল্লাহ বলেন, শ্রমিকদের জন্য আন্দোলন করেছিলেন তিনি, শ্রমিকদের সঙ্গে এক জায়গায় থেকেছেন।
এলডিপি মহাসচিব রেদোয়ান আহমেদ বলেন, কাজী জাফর জীবনভর রাজনীতি করে গেছেন সাধারণ মানুষের জন্য। তিনি অন্যায়ের কাছে মাথানত করেননি।
যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, যুগে যুগে বাতিঘর হিসেবে পরিচিত হয়ে থাকবেন কাজী জাফর। স্বৈরাচারী সরকারের প্রধানমন্ত্রী হয়েও তিনি ছিলেন সদামাটা। আদর্শ থেকে এক চুল সরে গেলে তিনি অনেক সুবিধা ভোগ করতেন, কিন্তু তিনি তা করেননি।
সভায় জাতীয় পার্টির মহাসচিব মোস্তাফা জামাল হায়দার, প্রেসিডিয়াম সদস্য এসএমএম আলম, খালেকুজ্জামান চৌধুরী, শফিউদ্দিন ভূইয়া ও কাজী সেলিম, সাংগাঠনিক সম্পাদক হান্নান প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির সাংগাঠনিক সম্পাদক ও যুব সংহতির আহ্বায়ক মহসীন সরকার।
বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
এমআইএইচ/এএসএস/বিএস