ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

হত্যাচেষ্টা মামলায় সাদুল্যাপুর উপজেলা চেয়ারম্যানের জামিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
হত্যাচেষ্টা মামলায় সাদুল্যাপুর উপজেলা চেয়ারম্যানের জামিন

গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহারিয়া খাঁন বিপ্লব হত্যাচেষ্টা মামলায় সাদুল্যাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান মুন্সী জামিন পেয়েছেন।

সোমবার (০২ নভেম্বর) বিকেল ৪টায় জেলা আমলি আদালতের (সাদুল্যাপুর) বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান শিকদার তার জামিন মঞ্জুর করেন।



এরআগে দুপুর ১টার দিকে স্বশরীরে হাজির হয়ে জামিন আবেদন করেন সাইদুর রহমান মুন্সী। এ সময় শুনানির আগ পর্যন্ত প্রায় ৩ ঘণ্টা আদালতের হাজতে রাখা হয় তাকে।

এরআগে রোববার দুপুরে একই আদালতের বিচারক মনিরুজ্জামান শিকদার সাইদুর রহমানসহ ১৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

সাইদুর রহমানের আইনজীবী আব্দুল হালিম বাংলানিউজকে জানান, সাইদুর রহমান শারীরিকভাবে অসুস্থ। উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নেওয়া প্রয়োজন। তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে বিচারক অস্থায়ী জামিন মঞ্জুর করেছেন।

২০১৩ সালের ১৩ ডিসেম্বর বিকেলে মোটরসাইকেলে রংপুর থেকে বাড়ি ফেরার পথে জামালপুর বাজার এলাকায় সাদুল্যাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহারিয়া খাঁন বিপ্লবকে কুপিয়ে আহত করে জামায়াত-শিবির কর্মীরা।

ওই ঘটনার বিপ্লব বাদী হয়ে সাদুল্যাপুর থানায় ২৯ ডিসেম্বর হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।