ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

২০ নভেম্বরের মধ্যে প্রার্থীর তালিকা চান এরশাদ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
২০ নভেম্বরের মধ্যে প্রার্থীর তালিকা চান এরশাদ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: আসন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে সব জেলা ও উপজেলা কমিটিকে নির্দেশ দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

মঙ্গলবার (৩ নভেম্বর) এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন পার্টির প্রেসিডিয়াম সদস্য ও এরশাদের প্রেস ও পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায়।



তিনি জানিয়েছেন, সব জেলা কমিটিকে যথাশীঘ্র সম্ভব পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগ্রহী প্রার্থীদের তালিকা প্রণয়ন করতে বলা হয়েছে।

জেলা কমিটিগুলোকে নিজ নিজ জেলার প্রত্যেক উপজেলা ও পৌরসভা থেকে প্রস্তাবিত তালিকা গ্রহণ করতে হবে। ওই তালিকা ২০ নভেম্বরের মধ্যে পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
এসআই/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।