ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বরিশালে নেতার পরিবারের ওপর হামলা ঘটনায় যুবদলের নিন্দা

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
বরিশালে নেতার পরিবারের ওপর হামলা ঘটনায় যুবদলের নিন্দা

ঢাকা: বরিশাল জেলা যুবদলের সাধারণ সম্পাদক মিন্টুর স্ত্রী-সন্তান সহ পরিবারের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে কেন্দ্রীয় যুবদল।

রোববার (০৮ নভেম্বর) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানান যুবদলের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও সাধারণ সম্পাদক সাইফ‍ুল আলম নীরব।



বিজ্ঞপ্তিতে , বরিশাল (উত্তর) জেলা যুবদল সাধারণ সম্পাদক বদিউজ্জামান মিন্টুর স্ত্রী, বোন ও সন্তানসহ পরিবারের ওপর আওয়ামী লীগ ও পুলিশের সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ নারকীয় হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি জানান তারা। ‍

এদিকে ময়মনসিংহ (দক্ষিণ) যুবদলের সাধারণ সম্পাদককে গ্রেফতার এবং যুবদল কেন্দ্রীয় সদস্য লিটন আকন্দের বাড়ীতে যৌথ বাহিনীর অভিযানের ঘটনায়ও নিন্দা জানিয়েছে যুবদল।

নেতৃদ্বয় বিবৃতিতে তাদের মুক্তির দাবি জানিয়ে বলেন, শান্তিপূর্ণ পরিস্থিতিতে যৌথ বাহিনীর অভিযান, হামলা-মামলায় যুবদল নেতা-কর্মীদেরকে হয়রানি করা উচিৎ নয়।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।