ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘বিএনপি-জামায়াত কোনো রাজনৈতিক দল নয়’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
‘বিএনপি-জামায়াত কোনো রাজনৈতিক দল নয়’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: বিএনপি-জামায়াত কোনো রাজনৈতিক দল নয়, ওরা জঙ্গি সংগঠন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

রোববার(৮ নভেম্বর) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।



তিনি বলেন, বিএনপি-জামায়াত কোনো রাজনৈতিক দল নয়, ওরা জঙ্গি সংগঠন। কেয়ারটেকার সরকারের দাবিতে ওরা ৯২ দিন অবরোধের নামে তাণ্ডব চালিয়েছে। ওরা আন্দোলনের নামে পেট্রোল বোমা মেরে দুই’শ মানুষকে হত্যা ও পাঁচ’শ মানুষের শরীর ঝলছে দিয়েছে। ওরা পেট্রোল বোমা মেরে এদেশে গণতন্ত্র আনতে চায়। এদেশের মানুষ জনগণের গণতন্ত্র চায়।

তিনি বলেন, এদেশে কেয়ামতের আগে কেয়ারটেকার সরকার হবে না। গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের অধীনেই নির্বাচন হবে। তাই আগামী নির্বাচনও শেখ হাসিনার অধীনেই হবে।

শেখ সেলিম আরও বলেন, খালেদা জিয়া সংলাপে বসতে চায়। খালেদা জিয়ার লজ্জা করে না, এখন সংলাপের কথা বলতে। কার সঙ্গে সংলাপ, জঙ্গিদের সঙ্গে সংলাপ হয় না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়। ৫ জানুয়ারি নির্বাচনের আগে শেখ হাসিনা খালেদা জিয়ার সঙ্গে সংলাপ করতে চেয়েছিলেন। তখন তিনি সংলাপ রাজি হননি।

ত্রি-বার্ষিক সম্মেলনে আরও বক্তব্য রাখেন- কেন্দ্রীয় আওযামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহমদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আফম বাহাউদ্দিন নাসিম এমপি, বিএম মোজাম্মেল হক এমপি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহাম্মদ ফারুক খান এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কৃষি ও সমাজ কল্যাণ সম্পাদক ড. আব্দুর রাজ্জাক এমপি, উম্মে রাজিয়া কাজল এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য আব্দুর রহমান, এমপি, এনামুল হক শামীম, এস এম কামাল হোসেন, জেলা আওযামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী এমদাদুল হক, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক লিয়াকত আলী মোল্লা প্রমুখ।

সম্মেলন সভাপতিত্ব করেন কোটালীপাড়া উপজেলা আওয়ীমী লীগের সভাপতি অ্যাডভোকেট সুভাষ চন্দ্র জয়ধর।

সম্মেলন শেষে অ্যাডভোকেট সুভাষ চন্দ্র জয়ধরকে সভাপতি ও এস এম হুমায়ুন কবিরকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য নেতাদের নাম পরে ঘোষণা করা হবে বলে জানানো হয় সম্মেলনে।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।