ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

প্রধানমন্ত্রীর সফর ঘিরে নতুন সাজে বগুড়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
প্রধানমন্ত্রীর সফর ঘিরে নতুন সাজে বগুড়া ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বৃহস্পতিবার (১২ নভেম্বর) বগুড়ায় সফরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই সফর ঘিরে গোটা শহর চাকচিক্য করে তোলা হয়েছে।



শহরের প্রাণকেন্দ্র সাতমাথাসহ প্রত্যেক সড়কের দু’পাশ দিয়ে গড়ে ওঠা ভ্রাম্যমাণ দোকানগুলো সরিয়ে ফেলে হয়েছে। বগুড়া-শেরপুর সড়কসহ শহরের ভাঙা রাস্তাগুলো করা হয়েছে মেরামত।

শোভা বর্ধন বাড়াতে সড়কের ডিভাইডারে ওপর লাগানো গাছগুলো ছাঁটা হয়েছে। গাছের গোড়া ও সড়কের পাশ দিয়ে গড়ে তোলা স্থাপনায় অঙ্কিত হয়েছে সাদা রংয়ের দাগ। আছে লাইটিংয়ের ব্যবস্থাও।

উচ্ছেদ করা হয়েছে ঢাকা-বগুড়া মহাসড়কের বি-ব্লক থেকে শহরের বনানী পর্যন্ত সড়কের দু’পাশের অবৈধ স্থাপনা। সরিয়ে ফেলা হয়েছে রাস্তার পাশে টঙ দোকান। সবমিলে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বগুড়া শহরকে নতুন রূপে সাজানো হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) শহরের বিভিন্ন এলাকা ঘুরে এমন পরিস্থিতিই চোখে পড়ে।

একইভাবে ঢাকা-বগুড়া মহাসড়কের বি-ব্লক থেকে বনানী পর্যন্ত দু’পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এতে করে মহাসড়কের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে।
নিরাপত্তা জোরদার করার কারণে বনানী এলাকার বিভিন্ন রুটে চলাচলকারী যানবাহনের কোনো যানজট চোখে পড়ছে না।

বগুড়া সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর ইসলাম বাংলানিউজকে জানান, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে তাদের ওপর অর্পিত দায়িত্ব তারা
যথাযথভাবে পালন করেছেন। মহাসড়কের দু’পাশের সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মেরামত করা হয়েছে ভাঙা রাস্তাগুলো।
এসব কাজ শেষ করতে প্রায় সপ্তাহ খানেক সময় লেগেছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।