ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আসন কম পেলেও বগুড়ার উন্নয়নে অবহেলা করিনি

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
আসন কম পেলেও বগুড়ার উন্নয়নে অবহেলা করিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বগুড়ার আলতাফুন্নেসা খেলার মাঠ থেকে: ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসে। আমরা ব্যাপক কর্মসূচি তখন বাস্তবায়ন করেছি।

এই বগুড়ায় কখনও একটি কখনও দু’টি আসন পেয়েছি। তবু আমরা এখানে উন্নয়নে অবহেলা করিনি। আধুনিক অনেক সুবিধা আমরাই এখানে চালু করেছি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে বগুড়ার আলতাফুন্নেসা খেলার মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ২১ বছর পর ক্ষমতায় ৯৬-তে ক্ষমতায় এসে  আমরা বাংলাদেশে শুধু উন্নয়ন করেছি। এর আগে ২১ বছর ধরে হত্যার রাজনীতি চলেছে। মুক্তিযোদ্ধারা মানবেতর জীবনযাপন করলেও তাদের খোঁজ কেউ নেয়নি।

প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমান ক্ষমতায় যান হত্যার মাধ্যমে। সেনা বাহিনীর হাজার হাজার নেতা হত্যা করেছেন। বহু রাজনৈতিক নেতাকে হত্যা করে গুম করেছেন। তার আমলে অনেক ক্যু হয়েছে।

তিনি বলেন, ২০০১ এ বিএনপি আসে। বগুড়ায় বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করবো বলে কাজ বন্ধ করে। সেটা হতে দেয়নি বরং, মানুষ খুন করেছে। আওয়ামী লীগ নেতাদের হত্যা করেছে নির্মমভাবে। মসজিদে বসে কুরআন শরীফ পড়া অবস্থায় হত্যা করেছিলো আজমকে। বগুড়া যেন ছিলো তাদের পৈত্রিক সম্পত্তি। তারা যথেচ্ছ শাসন চালায়, যার নেতৃত্বে ছিলো তারেক রহমান।

এসময় শেখ হাসিনা বগুড়ায় সরকারের বিভিন্ন উন্নয়ন কাজের কথা তুলে ধরেন।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।