ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিদেশে দেশি-বিদেশি হত্যার চক্রান্তে তারেক

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
বিদেশে দেশি-বিদেশি হত্যার চক্রান্তে তারেক

বগুড়ার আলতাফুন্নেসা খেলার মাঠ থেকে: তার (খালেদা জিয়া) ছেলে তারেক বিদেশে বসে আছেন। সেখানে বিলাসবহুল জীবনযাপন করছেন।

সেখানে বসে দেশে বিদেশি মানুষ হত্যার চক্রান্ত করে দেশেকে সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করতে চান। এখন আবার খালেদা জিয়া নিজেই সেখানে যোগ দিয়েছেন। যতই ষড়যন্ত্র তিনি করেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি শান্তিপূর্ণ দেশ হিসেবেই পরিচিতি লাভ করবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে বগুড়ার আলতাফুন্নেসা খেলার মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন,  আমরা প্রত্যেক স্কুলে কম্পিউটার শিক্ষার ব্যবস্থা করেছি। প্রযুক্তি শিক্ষায় জ্ঞান লাভ করলে দেশের ছেলে-মেয়েরা বিদেশেও কাজ পাবে। আওয়ামী লীগ জনগণকে দিতেই আসে। আমরা যমুনায় সেতু করে দিয়েছি, রেললাইন করে দিয়েছি। দেশের মানুষের সার্বিক উন্নয়নে কাজ করেছি।

তিনি বলেন, মানুষ শান্তিতে আছে। এটা খালেদার সহ্য হয় না। জানুয়ারি মাস থেকে তিন মাস তিনি হত্যার রাজনীতি করেছেন। বাসের ভিতর, সিএনজি অটোরিকশা, রিকশায় আগুন দিয়ে পুড়িয়ে মানুষ মেরেছেন।

শেখ হাসিনা বলেন, তিনি অফিসে ছিলেন, বলেছিলেন আওয়ামী লীগকে ক্ষমতা থেকে উৎখাত না করে ফিরবেন না। যখন দেশের সরকারও উৎখাত হয় না, তার ফেরাও হয় না তখন কোর্টে হাজিরা দিতে বের হয়েছিলেন। আর অফিসে ফেরেননি।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
এমইউএম/এমবিএম /এএ

** মধ্য আয়ের দেশ হওয়ার প্রথম সোপানে বাংলাদেশ
** তিনি ও তার ছেলে খুনি হিসেবে পরিচিত থাকবেন
** বিদেশে দেশি-বিদেশি হত্যার চক্রান্তে তারেক
** স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছেন জাতির পিতা
** আসন কম পেলেও বগুড়ার উন্নয়নে অবহেলা করিনি
** জনসভা মঞ্চে প্রধানমন্ত্রী
** প্রধানমন্ত্রীর জনসভায় জনস্রোত
** বগুড়ায় প্রধানমন্ত্রীর জনসভা চলছে
** প্রধানমন্ত্রীর জনসভা এলাকা থেকে সন্দেহভাজন যুবক আটক
** পতাকার মর্যাদা যেনো ক্ষুণ্ণ না হয়
** প্রধানমন্ত্রীর জনসভায় নেতা-কর্মীদের ঢল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।