ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জাপা ছেড়ে আ’লীগে যোগ দিচ্ছেন ফেনী পৌর মেয়র

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
জাপা ছেড়ে আ’লীগে যোগ দিচ্ছেন ফেনী পৌর মেয়র ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: জাতীয় পার্টির (জাপা) যুগ্ম মহাসচিব ও ফেনী পৌরসভার মেয়র আলাউদ্দিন আওয়ামী লীগে যোগ দিচ্ছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি বাংলানিউজকে এ তথ্য জানান।



তিনি জানান, যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার জেলার পরশুরাম উপজেলায় যুব সমাবেশ অনুষ্ঠিত হবে। এসময় আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের যোগদানের ঘোষণা দেওয়া হবে।

২০১৪ সালের ৫ এপ্রিল অনুষ্ঠিত ফেনী পৌরসভার উপ-নির্বাচনে জয়ী হন তিনি। এর পরেই তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন নাসিমকে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগ দিয়ে তাদের জনশক্তি হিসেবে কাজ করে আসছিলেন। এখন আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানান তিনি।
 
উল্লেখ্য, ২০১৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে ফেনী পৌরসভার তৎকালীন মেয়র নিজাম উদ্দিন হাজারী সংসদ সদস্য নির্বাচিত হলে পৌর মেয়র পদ ছেড়ে দেন। শূন্য পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রভাবশালী মনোনয়ন প্রত্যাশীদের ডিঙিয়ে মহাজোটের সমর্থন পান জাতীয় পার্টির এই নেতা।

বাংলাদেশ সময়: ০৫১৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।