ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় বাসের হেলপারকে পেটালো ছাত্রলীগ কর্মী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
বগুড়ায় বাসের হেলপারকে পেটালো ছাত্রলীগ কর্মী

বগুড়া: বগুড়ায় বেনজির নামে এক বাসের হেলপারকে পিটিয়ে আহত করেছেন আতিকুল ইসলাম নামে এক ছাত্রলীগ কর্মী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা থেকে বাড়ি ফেরার পথে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় বগুড়া সদর উপজেলার চাঁদমুহা এলাকায় এ ঘটনা ঘটে।



বেনজিরকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করা হয়েছে। তার বাড়ি জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার শিবপুর গ্রামে।

শহরের ছিলিমপুর ফাঁড়ি পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (টিএসআই) শাহ আলম বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়া আলতাফুন্নেছা খেলার মাঠে অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর জনসভা শেষে ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি বাসে করে বাড়ি ফিরছিল। পথে বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়ন ছাত্রলীগ কর্মী আতিকুল ইসলাম ওই বাসে  ওঠেন। কিন্তু সবার কাছে তিনি অপরিচিত হওয়ায় বাসের হেলপার তাকে বাস থেকে নামিয়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে আতিকুল সিএনজি চালিত অটোরিকশায় চড়ে চাঁদমুহা এলাকায় গিয়ে বাসটি থামান। একপর্যায়ে বাসের হেলপার বেনজিরকে নামিয়ে বেধড়ক মারপিট করেন। এতে গুরুতর আহত বেনজির। এসময় ঠেকাতে গিয়ে বাসের বেশ কয়েকজন যাত্রীও সামান্য আহত হন। এ অবস্থায় বেনজিরকে উদ্ধার করে ওই হাসপাতালে ভর্তি করা হয়।

বাংলাদেশ সময়: ০৭০৯ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।