ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বাগেরহাটে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
বাগেরহাটে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০

বাগেরহাট: বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের কালিয়া বাজারে স্থানীয় আওয়ামী লীগের দু'পক্ষের সংঘর্ষে নারীসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
 
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আবজাল হোসেন নামে এক ব্যক্তিকে লাইসেন্স করা অস্ত্রসহ আটক করেছে পুলিশ।
 
আহতদের মধ্যে শারমিন বেগম (২৮), সোহেল শেখ (২৫), আজগার শেখ (২৬), রফিক মোল্লা (৪৮), আজমল শেখ (২৬), জাহাঙ্গীর শেখ (২২), মাহাতাব শেখ (২১) ও মোস্তফা শেখের (২৪) নাম জানা গেছে। তাদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, কালিয়া বাজারে একটি ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে  ফারুক হোসেন ও নুরু মোল্লার কথা কাটাকাটি হয়। পরে তাদের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ২০ জন আহত হয়।
 
এ সময় গুলির শব্দ শোনা গেছে -স্থানীয়দের দেওয়া এমন সংবাদে পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে এবং জড়িত সন্দেহে লাইসেন্স করা অস্ত্রসহ আবজাল হোসেনকে আটক করে।  
 
এদিকে, পুনরায় সংঘর্ষের আশঙ্কায় ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি।  
 
বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫ 
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।