ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

স্বাধীনতাবিরোধী চক্র উন্নয়নকে বাধাগ্রস্ত করছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
স্বাধীনতাবিরোধী চক্র উন্নয়নকে বাধাগ্রস্ত করছে

গাজীপুর: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, ঠিক তখন স্বাধীনতাবিরোধী চক্র দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্রে ব্যস্ত বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে শহীদ তাজউদ্দীন আহমদ ও শহীদ ময়েজ উদ্দিন আহমেদের স্মরণসভা, মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।



গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের এর আয়োজন করে।

তিনি বলেন, বাংলাদেশকে এখন আর বিশ্বের দরবারে হাত পাততে হয় না। দেশ এখন বিশ্ব দরবারে উন্নয়নের মডেল। বাংলাদেশকে এখন অন্যদেশ অনুসরণ করছে।

তিনি আরও বলেন, গাজীপুরের কৃতি সন্তান শহীদ তাজউদ্দিন আহমেদ ও শহীদ ময়েজউদ্দিন আহমেদের আদর্শকে সামনে রেখে এগিয়ে যেতে হবে।

জাঙ্গালীয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি গাজী মো. সারোয়ারের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগ সদস্য মো. আব্দুল গনি মাস্টারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বাংলাদেশ যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য এ.বি.এম. আমজাদ হোসেন, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আশরাফী মেহেদী হাসান, যুবলীগ সাধারণ সম্পাদক হাবীবুল্ল্যাহ খোকা, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
ওএইচ/এসএস


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।