ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘ভাবমূর্তি নষ্ট করতে নেতাকর্মী গ্রেফতার’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
‘ভাবমূর্তি নষ্ট করতে নেতাকর্মী গ্রেফতার’ ছবি : সোহাগ/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সরকার বিএনপির ভাবমূর্তি নষ্ট করছে এমন অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, তাই সম্প্রতি যৌথ অভিযানের নামে পৌর নির্বাচনকে সামনে রেখে দলের হাজারো নেতাকর্মীকে গ্রেফতার করা হচ্ছে।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত ৭ নভেম্বর উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।


 
মওদুদ আহমদ বলেন, সরকার প্রচার-প্রচারণার মাধ্যমে বিএনপিকে জঙ্গিবাদী দল হিসেবে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে।

সরকারের এই নীতি দেশে ভয়ংকর পরিবেশ সৃষ্টি করবে বলেও হুঁশিয়ার করেন বিএনপির এই সিনিয়র নেতা।
 
তিনি জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের উত্থানের জন্য সরকারকে দায়ী করে বলেন, সরকার গণতান্ত্রিক শক্তিসমূহকে দুর্বল ও ধ্বংস করতে অপচেষ্টায় লিপ্ত। তাই তো কিছু বিপথগামী এ সুযোগে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালাচ্ছে।

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দীন সরকার, আ স ম হান্নান শাহ, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম ও যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেম আলাল প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ২২২০ ঘন্টা, নভেম্বর ১৪, ২০১৫
আরইউ/এইচআর/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।