ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বরিশালে ইউপি চেয়ারম্যানসহ ৭ জন কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
বরিশালে ইউপি চেয়ারম্যানসহ ৭ জন কারাগারে

বরিশাল: হত্যা চেষ্টা মামলায় বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানসহ সাত আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত।

সোমবার (১৬ নভেম্বর) আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।



বরিশাল বিশেষ ট্রাইব্যুনাল-১ আদালতের বিচারক আনোয়ারুল হক এ আদেশ দেন।

কারাগারে পাঠানো আসামিরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উলানিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল ইসলাম জামাল, তার ভাই বেল্লাল মোল্লা, ভাতিজা পাভেল মোল্লা, অনুসারী আলাউদ্দিন সিকদার, শাহে আলম সিকদার, কবির মাঝি ও আলমগীর বেপারী।

মামলার নথিতে উল্লেখ করা হয়, চলতি বছরের ১৯ এপ্রিল ইউপি চেয়ারম্যান জামাল মোল্লার নেতৃত্বে তার লোকজন উলানিয়া এলাকার ব্যবসায়ী ও উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন সরদারের ওপর হামলা চালায়। এ সময় তাকে লক্ষ্য করে গুলি করা হয়।

এ ঘটনায় হত্যা চেষ্টার অভিযোগে ২০ এপ্রিল আলতাফ হোসেন সরদার বাদী হয়ে মামলা করেন। মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল কুমার দেবনাথ ১৪ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন।

চার্জশিটভুক্ত আসামি হিসেবে ইউপি চেয়ারম্যানসহ সাত জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।