ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জামায়াতের মতো গুপ্ত দলে পরিণত হচ্ছে বিএনপি

স্টাফ করসেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
জামায়াতের মতো গুপ্ত দলে পরিণত হচ্ছে বিএনপি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপি পুনর্গঠনে কাজ করছেন এমন দাবি করে কামরুল হাসান নাসিম বলেছেন, নেতৃত্ব সংকটে জামায়াতের মতো গুপ্ত দলে পরিণত হচ্ছে বিএনপি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) তার লেখা 'এসো  কান্না করি' শীর্ষক কবিতার সিডি প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।



চলতি বছরের ৯ জানুয়ারি আসল বিএনপি পরিচয় দিয়ে নিজেকে আত্মপ্রকাশ করেন কামরুল হাসান নাসিম। মঙ্গলবার তিনি বিএনপির ব্যানারে অনুষ্ঠান করেন। এ ব্যানারে লেখা ছিলো আসছে দলীয় বিপ্লব।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে নাসিম ঘোষণা দেন আগামী ২৬ নভেম্বর রাজধানী ঢাকা বিএনপির দখলে থাকবে। তবে কীভাবে বিএনপির দখলে থাকবে সে বিষয়ে তিনি কিছু বলেননি।

এর আগে অনুষ্ঠানের শুরুতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মা সম্বোধন করে নাসিম বলেন, দলের আপদকালীন সময়ে মা দেশ ছেড়ে চলে গেছেন। দলের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তিও দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করছেন। দলের শীর্ষ অনেক নেতা জেলে রয়েছেন। অথচ এ মুহুর্তে কোনো দিক-নির্দেশনা না দিয়েই মা (খালেদা জিয়া) বিদেশে চলে গেলেন।

তারেক জিয়ার বিষয়ে তিনি বলেন, আপনি দুর্নীতি না করলে দেশে ফিরে আসেন। কেউ আপনার কিছু করতে পারবে না। কিন্তু আপনি দেশে আসছেন না, এর অর্থ হলো নিশ্চয় আপনার মধ্যে দুর্বলতা রয়েছে।

বিএনপি পুনর্গঠন হবে জানিয়ে নাসিম বলেন, সমকালীন নেতৃত্ব ব্যর্থ হওয়াতে বিএনপি পুনর্গঠনে আর কোনো আপোষ নয়। তিনি এও বলেন সব নেতাকর্মীকে নিয়েই বিএনপি পুনর্গঠন করা হবে।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
এএসএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।