ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপির অবস্থা হবে জিম্বাবুয়ের মতো

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
বিএনপির অবস্থা হবে জিম্বাবুয়ের মতো ছবি: সোহাগ/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ২০১৯ সালে হবে ফাইনাল খেলা, আপনি প্রস্তুতি নিন।

নাসিম এও মন্তব্য করেন, তবে বর্তমানে বিএনপির সঙ্গে জনগণ নেই, এই দলের নেত্রীও জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন।

ফলে নির্বাচনে এর প্রভাব পড়বে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়শন (বিএমএ) ভবনে উপজেলা পরিষদ অ্যাসোসিয়শন আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানও সভায় উপস্থিত ছিলেন।

সম্প্র্রতি ক্রিকেট ম্যাচে বাংলাদেশ দলের কাছে জিম্বাবুয়ে ক্রিকেট দল পরাজিত হয়েছে। ওডিআইতে বাংলাওয়াশ হয়েছে জিম্বাবুয়ে। মোহাম্মদ নাসিম সভায় এই বিষয়টি তুলে ধরে বলেন, আসন্ন ২০১৯ সালের ফাইনাল খেলায় বা নির্বাচনে আপনাদের অবস্থাও জিম্বাবুয়ের মতো হবে।

স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, যদি দেশকে শক্তিশালী ও উন্নয়ন করতে হয় তাবে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।

এক সময় বিদ্যুৎ আসা-যাওয়া করতো, ছিল বিদ্যুতের সংকট। কিন্তু এখন সরকারের উন্নয়নের ধারায় বিদ্যুতের আলো গ্রামে গ্রামে পৌঁছে গেছে। এ সব কিছুই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর অবদানে, মত দেন মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, খালেদা জিয়া সব সময় জঙ্গি, সন্ত্রাসকে আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন। আমরা প্রতি হিংসার রাজনীতি করি না, তাই তাকে (খালেদা জিয়াকে) আহ্বান জানাই সুষ্ঠু রাজনীতিতে আসার জন্য।

প্রধান অতিথি হিসেবে বক্তব্যের শেষ পর্যায়ে নাসিম বলেন, জ্বালাও-পোড়াও ও জঙ্গিবাদ থেকে সরে এসে ২০১৯ সালের নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি গ্রহণ করুন।

সভায় নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, খালেদা ঘষেটি বেগম। উনি সাধারণ মানুষকে খুন, পুড়িয়ে হত্যা, সন্ত্রাসের পথ বেছে নিয়ে নিজের কবর নিজেই রচনা করে ফেলেছেন।

বক্তব্যের এক পর্যায়ে নৌমন্ত্রী অ্যামিনেস্টি ইন্টারন্যাশনাল ও টিআইবি’র কঠোর সমালোচনা করেন।

সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ মোজাম্মেল হক। বক্তব্য রাখেন একই সংগঠনের সাবেক সভাপতি হারুনুর রশিদ ও সাবেক উপজেলা চেয়ারম্যান বদিউজ্জামান বাদশা।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
এমএম/এনএইচএফ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।