ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

চান্দিনা বিএনপির দুই নেতা কারাগারে

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
চান্দিনা বিএনপির দুই নেতা কারাগারে আলমগীর খাঁন ও শাহ আলম খান

চান্দিনা(কুমিল্লা): কুমিল্লার চান্দিনা পৌর মেয়রসহ দুই বিএনপি নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১টায় কুমিল্লা জেলা দায়রা জজ নূরুল ইসলামের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান আদালত।



এরা হলেন-পৌর মেয়র আলমগীর খান চান্দিনা পৌর বিএনপি সাধারণ সম্পাদক ও চান্দিনা খান বাড়ির মরহুম আব্দুল বারী খানের ছেলে এবং বিএনপি নেতা শাহ আলম খান চান্দিনা পৌর বিএনপি সহ-সাধারণ সম্পাদক ও মরহুম হাছন আলী খানের ছেলে।

চান্দিনা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা টানা তিন মাসের হরতাল-অবরোধে চলতি বছরের জানুয়ারিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় তারা এজাহারভুক্ত আসামি।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।